- bidhan.probhaaurora@gmail.com
- +880 1791 822 404
Menu
আমরা বাংলাদেশের জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের অংশ হিসেবে দেশজুড়ে কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীদের নৈতিক বিষয় এবং নৈতিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। একইসঙ্গে আমরা কিশোর-কিশোরী এবং তরুণ-তরুণীদের মধ্যে জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা তৈরি ও বৃদ্ধি করতে প্রতিশ্রুতিবদ্ধ।
প্রভা অরোরা আন্তর্জাতিক মানের বিবেচ্য লোকদের কর্মী হিসেবে নিয়োগে সচেষ্ট। যারা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এবং মূল্যবোধসমুন্নত সমাজ বিনির্মাণের চেতনায় সকল কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের সাথে কাজ করার সুযোগ এবং সুবিধাগুলো অন্বেষণ করতে আমরা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি।
যোগাযোগ করুন
আমরা আরও বিশ্বাস করি, এসব পণ্য পরিবেশ রক্ষা করবে। এ সকল পণ্যকে জানার মাধ্যমে আমরা আমাদের অঞ্চলসমূহ এবং দেশকেও আরও ভালো করে জানতে পারব। এটি হবে দেশের পরিবেশসম্মত বিভিন্ন সামগ্রীর জন্য অন্যতম সুসংহত ও বিস্তৃত প্ল্যাটফর্ম
Member, Risk Communication and Community Engagement Pillar
Member, Waste Hero Alliance Steering Committee
Member, Global Waste Cleaning Network
প্রভা আরোরা‘র অন্যতম প্রোডাক্ট `সবুজ সাথী‘। সবুজ সাথী– ইকো ফ্রেন্ডলী সেন্টার হিসেবে যাত্রা শুরু করে ৫ ই মার্চ ২০২২ থেকে। আমরা আনন্দিত এই জেনে যে, স্বল্পসময়ের মধ্যে এটি দেশের প্রথম ইকো ফ্রেন্ডলী বা পরিবেশবান্ধব প্রোডাক্টসের সমন্বিত প্ল্যাটফর্ম ও বাংলাদেশের প্রথম গ্রীন লজিস্টিকস্ এর ই–কমার্স সাইট হিসেবে ধীরে ধীরে বিভিন্ন মহলে ও মিডিয়ায় স্বীকৃতি ও প্রশংসা অর্জন করেছে। সবুজ সাথী‘র প্রোডাক্টসমূহ ওয়েবসাইটে অর্ডার করে দেশের যে কোনো স্থান থেকে সংগ্রহ করা যাবে। বিস্তারিত জানতে ভিজিট করুন: www.sabujsathi.net