pmr-logo
National Operator of FEE

আমাদের সাথে যুক্ত হউন

পরিবেশ নিয়ে যারা ভাবছেন তাদের সম্মিলিত প্রচেষ্টায় জলবায়ু পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারে।

আমরা সারাদেশে কাজ করছি। দেশের বাইরেও কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

শুভেচ্ছাদূত

শুভেচ্ছাদূতেরা হলেন প্রভা অরোরার আরাধ্য মুখ। শিল্প, সঙ্গীত, চলচ্চিত্র এবং অন্যান্য ক্ষেত্র থেকে বিশিষ্ট জাতীয় এবং আন্তর্জাতিক ব্যক্তিবর্গ এবং আরও অনেক স্বেচ্ছাসেবীরা শুভেচ্ছাদূত হিসেবে কাজ করেন। তারা সর্বাধিক সুবিধাবঞ্চিত কিশোরকিশোরী এবং তরুণতরুণীদের জীবনরক্ষার জন্য এবং প্রতিষ্ঠানের সেবা সুবিধাসমূহ পৌঁছে দেওয়ার মাধ্যমে তাদের মনে আশা জাগিয়ে রাখেন।       

কর্মসূচিতে অন্তর্ভুক্তি

এই রেজিস্ট্রেশন ফর্মটি শুধুমাত্র ১০-৩৫ বছর বয়সী কিশোর-কিশোরী এবং তরুণ-তরুণীদের জন্যে। আপনি সেই বয়সের একজন হয়ে থাকলে আপনার আগ্রহ অনুসারে এই রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করুন। প্রভা অরোরার বিভিন্নমুখি কার্যক্রমে অংশগ্রহণের জন্য আপনাকে এই রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করতে অনুরোধ জানাচ্ছি। এই প্রতিষ্ঠানের কার্যক্রমসমূহ মূলত বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে পরিচালিত হলেও বিশ্বের যে কোনো দেশের কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীরাও এ সকল কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন।

সহায়তা

প্রভা অরোরা কিশোর-কিশোরী এবং তরুণ-তরুণীদের জন্য এর কার্যকলাপ এবং কর্মসূচি বৃদ্ধি এবং জোরদার করতে সরকার, জাতীয় এবং আন্তর্জাতিক অংশীদার, একাডেমিয়া এবং বেসরকারী খাতের সহযোগিতা চায়। অবশেষে, এই সমর্থনটি তাদের মূল্যবোধগুলোতে পদ্ধতিগত পরিবর্তনকে উৎসাহিত এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাস করা ও সমৃদ্ধ সমাজ গঠনে সহায়তা করবে।

বিস্তারিত এখানে লিখতে অনুরোধ জানাচ্ছি

Scroll to Top